মোফা (MOFA) এর ফুল মিনিং Ministry of Foreign Affairs. এটিকে সৌদির প্রাথমিক ভিসা অ্যাপ্লিকেশন হিসেবে ধরা হয়। সৌদি সরকার ভিসা ওয়েব সাইটে এই আবেদনটি করতে হয়। ওকালা উঠার পর এই ধাপটি সম্পন্ন করতে হয়। কিন্তু এটির মূল কাজ শুরু হয় যাত্রির মেডিক্যাল সম্পন্ন হওয়ার পর। পরবর্তী ধাপে যাওয়ার জন্য যাত্রিকে অবশ্যই মেডিক্যালে ফিট হতে হবে।
মেডিক্যাল ফিট হওয়ার পর এজেন্সির প্রতিনিধি মেডিক্যাল সেন্টার থেকে (যে সেন্টার থেকে যাত্রি মেডিক্যাল সম্পন্ন করেছে) মোফা আপডেট করাবে। অর্থাৎ যাত্রি যে ফিট আছে, এই তথ্যটি মেডিক্যাল সেন্টার থেকে মোফা ওয়েব সাইটে আপডেট করবে। এই প্রসেস টি সম্পন্ন করার জন্য এজেন্সির প্রতিনিধিকে যাত্রির পাসপোর্ট এর ফটোকপি, মোফা অ্যাপ্লিকেশন কপি, মেডিক্যাল পেমেন্ট স্লিপ নিয়ে মেডিক্যাল সেন্টারে যেতে হবে এবং উক্ত ডকুমেন্টসমূহ জমা দিতে হবে। মোফা আপডেট হতে আনুমানিক ২৪ ঘন্টা সময় নিতে পারে।